টাঙ্গাইলে ইউএনওকে হুমকির অভিযোগে বিএন‌পি কর্মী আটক

২ সপ্তাহ আগে
টাঙ্গাইলের ভূঞাপু‌রে গণপ‌রিবহ‌নে অতিরিক্ত ভাড়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করায় ইউএনওকে হুমকি ও বিশৃঙ্খলা করার অভিযোগে বিএনপি কর্মী রানা‌কে আটক করা হ‌য়ে‌ছে।

রোববার (৬ এপ্রিল) দুপু‌রে ঈদ শে‌ষে কর্মস্থলে ফেরা মানু‌ষের কাছ থে‌কে ভূঞাপুর বাসস্ট্যান্ড থে‌কে বা‌সে বাড়‌তি ভাড়া আদায়ের করার অভি‌যোগ করা হয়।


এ তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) একযোগে পু‌লিশের সহায়তায় ভূঞাপুর বাসস্ট‌্যান্ড এলাকায় ভ্রাম‌্যমান আদালত প‌রিবহন পরিচালনা ক‌রে জ‌রিমানা করেন। এ সময় সেখানে উপ‌স্থিত সাধারণ শিক্ষার্থীদের উপর একদল শ্রমিক অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে আক্রমণ করে। এ সময় বিএন‌পি কর্মী রানা শিক্ষার্থীদের ও জনতার কাছ থেকে জরিমানার টাকা আদায়ের হুমকি দেয়। প‌রে রানা পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইউএনও‌কে হুম‌কি দেয়। প‌রে পু‌লি‌শে খবর দেয়ার পর রানা‌কে আটক করা হয়।


ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল ক‌রিম জানান, রানা না‌মের একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।


আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে আটক পোশাকশ্রমিকের থানা হাজতে মৃত্যু


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. প‌পি খাতুন ব‌লেন, বাসস্ট্যান্ড এলাকায় অভিযান প‌রিচালনা করা হয় বাড়‌তি ভাড়া আদা‌য়ের বিরু‌দ্ধে। এতে রানা না‌মের একজন কার্যালয়ে এসে বিশৃঙ্খলা ও হুমকি দেয়।

]]>
সম্পূর্ণ পড়ুন