টাকা ছাড়াই অন্যকে সহায়তা করার ৭ উপায়

৪ সপ্তাহ আগে
একটি কথা প্রচলিত আছে, টাকা ছাড়া দুনিয়া চলে না। টাকা দিয়ে সব পাওয়া যায়। কিন্তু কিছু মানুষের আসলে টাকার প্রয়োজন হয় না। আপনার টাকা ছাড়াও অন্য কিছু তাদের লাগে। আপনি চাইলে তাদের সেই প্রয়োজন পূরণ করে দিতে পারেন।

কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে যতক্ষণ সাহায্য করেন। আল্লাহ তাআলা তাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

 

যে ব্যক্তি কোনো মুসলিমের পার্থিব বহু দুঃখকষ্টের মধ্যে একটিও দূর করে দেবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কেয়ামত দিবসের বহু দুঃখকষ্টের মধ্যে একটিকে দূরীভূত করে দিবেন। যে ঋণদাতা কোনো নিঃস্ব ঋণগ্রস্তকে অবকাশ দিবে, আল্লাহ তার জন্য ইহকাল ও পরকালে সবকিছু সহজ করে দিবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের দোষত্রুটি গোপন করে নিবে, আল্লাহ তার দোষত্রুটি দুনিয়া ও আখেরাতে গোপন করে নিবেন। আর আল্লাহ তার বান্দার সহায় থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। (মুসলিম ৭০২৮)

 

নিচে টাকা ছাড়াও আপনি আরও যে সাত উপায়ে মানুষকে সাহায্য করতে পারেন সেরকম কিছু বিষয় এখানে তুলে ধরা হলো।

 

আরও পড়ুন: টাকা ছাড়াই অন্যকে সহায়তা করার ৭ উপায়

 

রক্তদান

 

রক্তদান একটি মহান দান। আপনার এক ব্যাগ রক্ত কারো জীবন বাঁচাতে পারে। তাই নিয়মিত রক্তদান করে আপনি মানবতার সেবা করতে পারেন।

 

রোগীর সেবা

 

কোনো অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানো তার জন্য অনেক বড় শক্তি হতে পারে। আপনার একটু সময় দিয়ে, একটু সান্ত্বনা দিয়ে আপনি তাদের অনেক ভালো রাখতে পারেন।

 

বৃদ্ধ বা অক্ষম ব্যক্তিদের সহায়তা

 

আমাদের সমাজে অনেক বৃদ্ধ এবং অক্ষম ব্যক্তি আছেন যারা নিজেদের দেখাশোনা করতে পারেন না। তাদের খাবার দেয়া, তাদের দৈনন্দিন কাজে সাহায্য করা, তাদের সাথে কথা বলা এই সব কাজই আপনি করতে পারেন।

 

পুরাতন জিনিস দান

 

আপনার পুরানো কাপড়, জুতা, খেলনা ইত্যাদি যদি আর ব্যবহার না করেন, তবে সেগুলো দরকারি মানুষকে দান করুন। এতে আপনার পুরানো জিনিসের যথাযথ ব্যবহার হবে এবং অন্য কারো কাজে লাগবে।

 

আরও পড়ুন: জাদুর ক্ষতি থেকে বাঁচার ৫ আমল

 

স্বেচ্ছাসেবা

 

আপনার দক্ষতা ও সময় দিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত হয়ে আপনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারেন।

 

নিপীড়িতদের পক্ষে কথা বলা

 

সমাজে অনেক নিপীড়িত মানুষ আছেন। তাদের পক্ষে কথা বলে, তাদের সমস্যাগুলো সামাজিক মাধ্যমে তুলে ধরে আপনি তাদের জন্য অনেক কিছু করতে পারেন।

 

জ্ঞান বিতরণ

 

আপনি যদি কোনো বিষয়ে জ্ঞান রাখেন, তবে তা অন্যদের সাথে শেয়ার করুন। জ্ঞান বিতরণ একটি মহান দান।

 

আপনার একটু ভালোবাসা, একটু সময়, একটু সহানুভূতি অন্যের জীবন বদলে দিতে পারে। তাই আজই থেকে শুরু করুন, মানবতার সেবায়।

 

আরও পড়ুন: আদ জাতি ধ্বংস করে আল্লাহ মানবজাতিকে যে শিক্ষা দিয়েছেন

]]>
সম্পূর্ণ পড়ুন