টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতলো ভারত

৪ দিন আগে
প্রতিশোধট নেওয়া হলো না, শিরোপাটাও ছুঁয়ে দেখা হলো না। এবারও স্বপ্নভঙ্গের কারণ সেই ভারত। অতিরিক্ত যোগ সময়ের ৭ম মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন ইহসান হাবিব রিদুয়ান। কিন্তু টাইব্রেকারে বাংলাদেশকে ৪-১ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো ভারত।

অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ে সাফের চ্যাম্পিয়ন হলেও অনূর্ধ্ব-১৭ পর্যায়ে এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। সবশেষ আসরে শিরোপার একেবারে কাছাকাছি গিয়েও ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবারও সুযোগ ছিল প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরার, সেইসঙ্গে প্রতিশোধটাও নিতে পারতো লাল-সবুজের দল। কিন্তু সেসবের কিছুই হলো না শেষ পর্যন্ত। 

 

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে শনিবার (২৭ সেপ্টেম্বর) ফাইনালে দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ২-২ সমতায়। নিয়ম অনুযায়ী খেলা গড়ায় সরাসরি টাইব্রেকারে। ভারতের দাল্লালমোন গাংতে, কোরো মেইতে, ইন্দ্রা রানা মাগার, শুভম পোনিয়া- এই চারজনই টাইব্রেকারে গোল করেছেন। 

 

আরও পড়ুন: ইসরাইলকে নিষিদ্ধ করতে ফিফা-উয়েফাকে চিঠি তুর্কি ফুটবল প্রধানের  

 

অন্যদিকে টাইব্রেকারে বাংলাদেশের প্রথম শট নেওয়া মোহাম্মদ ইকরামুল কাঁপান ক্রসবার। আজম খানের শট ফিরিয়ে দেন গোলকিপার। তৃতীয় শটে যদিও মোহাম্মদ মানিক গোল পেয়েছেন, তবে তাতে কোনো লাভ হয়নি। 

 

ম্যাচের শুরুতেই এদিন গোল হজম করে বসে বাংলাদেশ। চতুর্থ মিনিটে গুনলেইবা ওয়াংখেরাকপানের পাস ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি দাল্লালমোন গাংতে। তবে বাংলাদেশের আজমের পা হয়ে ফের বল চলে যায় গাংতের কাছেই। দারুণ শটে জাল খুঁজে নিতে আর ভুল করেননি তিনি। 

 

বাংলাদেশ সমতায় ফিরে ২৫তম মিনিটে। নাজমুল হুদা ফয়সালের কর্নার মোহাম্মদ আরিফের গোলমুখে বাড়ানো হেড পাস থেকে  হেড করেই ভারতের গোলরক্ষক মানষ বড়ুয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান মানিক। 

 

আরও পড়ুন: রোনালদো-হলান্ডের রেকর্ড ভেঙে কেইনের শততম গোল

 

৩৮তম মিনিটে ফের লিড নেয় ভারত। বাম দিক দিয়ে আক্রমণে উঠে ক্রস ফেলেছিলেন গুনলেইবা। আলিফ ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে লক্ষ্যভেদ করেন আজলান শাহ। 

 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ভারতের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় তারা। ৫১তম মিনিটে বক্সের ঠিক ভেতর থেকে ফয়সালের শট ফিরে ক্রসবার কাঁপিয়ে। 

 

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ম্যাচে ফেরে বাংলাদেশ। থ্রো ইনের পর বক্সের জটলার ভেতর থেকে নিখুঁত টোকায় জালে বল জালে জড়ান দেন ইশান হাবিব। তাতে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই কপাল পুড়ে বাংলাদেশের।

]]>
সম্পূর্ণ পড়ুন