টাইব্রেকারে কিংসকে হারিয়ে ফাইনালে আবাহনী

২ সপ্তাহ আগে
প্রচন্ড গরম, তাতে কি? ফুটবলের জন্য বাংলাদেশের মানুষ কি আর সেই গরম মানবে? সবকিছু উপেক্ষা করে ঢাক-ঢোল পিটিয়ে পুরো গ্যালারি মাতিয়ে রাখলেন দর্শকরা। তবে মাঠের খেলায় ঠিক তার উল্টো চিত্র। ম্যাড়ম্যাড়ে ফুটবল খেলতে থাকে দুই দল। তার মধ্যে আবার প্রথমার্ধের শেষদিকে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন আবাহনীর আসাদুজ্জামান বাবলু। অন্যদিকে দ্বিতীয়ার্ধে এগিয়ে গিয়েছিলো ঠিকই, তবে জিততে পারলো না বসুন্ধরা। রুদ্ধশ্বাস টাইব্রেকারে কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠে যায় আবাহনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টাইব্রেকারে বসুন্ধরাকে ৪-২ গোলে হারিয়েছে আবাহনী। প্রথম কোয়ালিফায়ারে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। 

 

টাইব্রেকারে আবাহনীর জাফর ইকবালের শট ঠেকিয়ে দেন কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকু। পরে রাফায়েল আগুস্তো, এমেকা সবুজ ও মোহাম্মদ ইব্রাহিমের শট আর ঠেকাতে পারেননি তিনি। অন্যদিকে জালের দেখা পাননি কিংসের জোনাথন ফের্নান্দেস ও মোরসালিন। 

 

অন্যদিকে আজকের জয়ের নায়ক আবাহনীর গোলকিপার মিতুল মারমা। রাব্বি হোসেন রাহুলের তৃতীয় শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন মিতুল। এরপর দেসিয়েলের শট চলে যায় পোস্টের উপর দিয়ে। কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। 

 

আরও পড়ুন: ধর্ম অবমাননার অভিযোগে শাস্তি পেলেন আর্জেন্টাইন তারকা লাউতারো

 

গত ডিসেম্বরে প্রিমিয়ার লিগের দ্বৈরথে এই মাঠেই কিংসকে হারিয়েছিলো আবাহনী, যেটা ছিলো বসুন্ধরার বিপক্ষে আবাহনীর প্রথম জয়। আজ ফেডারেশন কাপের ম্যাচে তারই পুনরাবৃত্তি করলো আকাশি-নীল জার্সিধারীরা। 

 

চোটের কারণে এ ম্যাচে ছিলেন না কিংসের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান এদুয়ার্দো লেসকানো চোট কাটিয়ে ফিরেছেন, যে কারণে তাকে শুরুর একাদশে রাখার ঝুঁকি নেননি কোচ ভালেরি তিতে। 

 

প্রচন্ড গরমে শুরুর দিকে স্বাভাবিক খেলা খেলতে পারেনি কোনও দল। শুরু থেকেই রক্ষণ সামলে খেলেছে আবাহনী। বসুন্ধরা কিংসও তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি।

 

ম্যাচের ৩৭তম মিনিটে রাকিব হোসেনের আড়াআড়ি ক্রস গোলমুখে পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। কিন্ত আবাহনী গোলরক্ষক ঝাঁপিয়ে সেটি ফিরিয়ে দেন। এরপর মজিবুর রহমান জনির কোনাকুনি শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। 

 

আরও পড়ুন: মায়ামিতে মেসির সঙ্গে জুটি বাঁধবেন ডি ব্রুইনা!

 

ম্যাচের ৪২ মিনিটে বড় ধাক্কা খায় আবাহনী। ফাহিমকে ফাউল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় তাকে। এরপর ১০ জনের দলে পরিণত হয় আবাহনী। প্রথমার্ধের যোগ করা সময়ে জনির শট লক্ষ্যভ্রষ্ট হয়। সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।  

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে মারুফুলের দল। ৫৭তম মিনিটে ফের্নান্দেসের লং বল ক্লিয়ার করতে পারেননি আবাহনীর দুই ডিফেন্ডার। তাদের ফাঁক দিয়ে বল বেরিয়ে গেলে দৌড়ে গিয়ে টোকা দিয়ে বল জালে জড়ান জনি। চলতি আসরে এই প্রথম গোল হজম করলো আবাহনী।  

 

শেষদিকে ঘুরে দাঁড়ায় আবাহনী। নির্ধারিত সময়ের ৬ মিনিট বাকি তখন, রাফায়েল আগুস্তোর ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জালে জড়ান বদলি নামা আরমান ফয়সাল। ১-১ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 

 

অতিরিক্ত সময়েও গোল পায়নি কোনও দল। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই বাজিমাত করে আবাহনী। ১০ জনের দল নিয়েও বসুন্ধরা কিংসকে হারিয়ে দেয় তারা। আর এই জয়ে ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলে আবাহনী।

]]>
সম্পূর্ণ পড়ুন