ভারত-পাকিস্তান যুদ্ধটা হয়তো লেগেই গেছে। সংঘাত যত বাড়বে, তার প্রভাবটাও যে নিশ্চিতভাবেই পড়বে ক্রীড়াঙ্গনেও। ইতোমধ্যে আইপিএল ও পিএসএল নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বেশ কিছু সিরিজ কিংবা আইসিসি ইভেন্টও স্থগিত হয়ে যেতে পারে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। তবে কী সে সফর হবে না? না, টাইগারদের পাকিস্তান সফর এখনই স্থগিত হচ্ছে না।
আরও পড়ুন: টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং আরও তিন-চারজন পরিচালক মিরপুরের বোর্ড কার্যালয়ে আজ (৭ মে) সন্ধ্যায় এ নিয়েই জরুরি সভায় বসেছিলেন। তবে সভায় পাকিস্তান সফর এখনই স্থগিত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বিসিবি চাইছে আরও কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।
পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি ফারুক আহমেদ সংবাদমাধ্যকে বলেছেন, ১০ মে পর্যন্ত পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিসিবি। এরপর আবার বৈঠকে বসে পাকিস্তানে দল পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব পড়তে পারে ক্রীড়াঙ্গনেও
আজ এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতেও পিএসএল নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। পরশু রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে রিশাদ ও নাহিদ রানার দল। এই ম্যাচে হেরে যাওয়া দল ছিটকে যেতে পারে টুর্নামেন্ট থেকেও।
]]>