টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ওয়ানডে অভিষেক সাইফের

১ দিন আগে
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন সাইফ হাসানের। অতীতের ব্যর্থতার ভয়ঙ্কর স্মৃতি পেছনে ফেলে সাইফ দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন দারুণভাবে। এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হেসেছে এই ২৬ বছর বয়সীর ব্যাট। দলে ফেরার মাত্র পাঁচ সপ্তাহের মাথায় টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং বিবেচনায় দেশের সেরা ব্যাটার। এবার সাইফের পরীক্ষা ওয়ানডে ফরম্যাটে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হচ্ছে সাইফ হাসানের। বুধবার (৮ অক্টোবর) আবুধাবিতে সিরিজের প্রথম ওয়ানডের একাদশে আছেন এই ২৬ বছর বয়সী। বাংলাদেশের ১৫৩তম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে অভিষেক হচ্ছে তার। সাইফের ওয়ানডে অভিষেকের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।


 আফগানিস্তান সিরিজের ওয়ানডে স্কোয়াডে ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। তবে ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতেই যেতে পারেননি তিনি। এই ম্যাচে তানজিদ হাসান তামিমের সঙ্গী হিসেবে ইনিংস উদ্বোধন করবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ান ডাউনে খেলবেন সাইফ।


আরও পড়ুন: সাইফ এখন দেশসেরা, ৮৭ ধাপ এগিয়েছেন নাসুম


টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজেও নুরুল হাসান সোহান ও জাকের আলীকে একসঙ্গে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। এ ক্ষেত্রেও গ্লাভস থাকছে জাকেরের হাতে।


একাদশে আজ আছেন তিন পেসার–তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। সঙ্গে দুই স্পিনার তানভীর ইসলাম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।


বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী (উইকেটকিপার), তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।


আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইবরাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজনফর ও বশির আহমদ। 

]]>
সম্পূর্ণ পড়ুন