শনিবার (১৬ আগস্ট) ঘরের মাঠে বার্নলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। বাকি গোলটি করেন ব্রেনান জনসন।
গত মৌসুমে ইনজুরি ও অফফর্ম মিলিয়ে বেশিরভাগ ম্যাচেই মাঠের বাইরে ছিলেন রিচার্লিসন। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন। আর তাতেই স্পার্সের জয় দিয়ে মৌসুম শুরু নিশ্চিত হয়েছে।
ম্যাচের দশম মিনিটেই স্বাগতিকরা এগিয়ে যায়। মোহাম্মদ কুদুসের ক্রস দারুণ হাফভলি শটে জালে পাঠান রিচার্লিসন। এই এক গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্পার্সরা।
আরও পড়ুন: বার্সার সঙ্গে কুন্দের নতুন চুক্তি
দ্বিতীয়ার্ধেও গোলের খাতা খোলেন রিচার্লিসন। আর এই গোলেই ফিরিয়ে আনলেন ২০২২ এর কাতার বিশ্বকাপের স্মৃতি। সেই বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে সিজর কিকে একটা গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যেটি শেষ পর্যন্ত সেই বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়। আজ বার্নলির বিপক্ষে রিচার্লিসনের দ্বিতীয় গোলটি যেন সেই গোলের ফটোকপি।
৬০ মিনিটে কুদুসের সঙ্গে লিঙ্কআপ প্লেতে ডি-বক্সে ঢুকে পড়েন রিচার্লিসন। বক্সের কোণা থেকে ক্রস বাড়ান কুদুস। রিচার্লিসন একটু পিছিয়ে বলের লাইনে পৌঁছে বাতাসে ডাইভ দিয়ে দুর্দান্ত সিজর কিকে বল জালে পাঠান। বার্নলির গোলরক্ষক দুবরাভাকার দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। এই গোলটি যে সদ্য শুরু হওয়া প্রিমিয়ার লিগ মৌসুমের সেরা গোলের তালিকায় জায়গা করে নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
এর ৬ মিনিট পরেই ব্যবধান আরও বাড়ান ব্রেনান জনসন। পারে মাতার সারের পাস থেকে গোল করেন এই ইংলিশ উইঙ্গার।
আরও পড়ুন: গার্দিওলাকে ক্লাব ছাড়ার বিষয়ে কিছুই বলেননি সাভিনিয়ো ও এডারসন
এদিকে, ওয়েস্ট হ্যামকে হারিয়ে চমক দেখিয়েছে এই মৌসুমে প্রিমিয়ার লিগে ফেরা সান্ডারল্যান্ড। ঘরের মাঠ স্টেডিয়াম অব লাইটে হ্যামারদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্লাক ক্যাটরা।
ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। এলিয়েজের মায়েন্দা, ড্যানিয়েল বালার্ড এবং উইলসন ইসিডর গোল তিনটি করেন।
]]>