টঙ্গীবাড়িতে আগুনে পুড়ল ৬ বসতঘর

৪ দিন আগে
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাছমালদা গ্রামে আগুনে ছয়টি বসতঘর পুড়ে গেছে।

রোববার (১১ জানুয়ারি) মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, রোববার ভোর ৫টা ৪৬ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে টঙ্গীবাড়ি ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন: কুমিল্লায় বাজারে ভয়াবহ আগুন


তিনি আরও জানান, আগুনে ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন