এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে কখন তা নিশ্চিত করে বলতে পারছেন না বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
চাঁপাইনবাবগঞ্জ নেসকো'র বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আলিউল আজিম জানান, বিকেলে বৃষ্টির সঙ্গে ঝড় হলে চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুৎ গ্রীডের কাছাকাছি এলাকায় সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে যায়। এ কারণে পৌনে ৬ টার দিক থেকে শহরজুড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। শহরের বাইরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
আলিউল আজিম আরও বলেন, ছিঁড়ে যাওয়া সঞ্চালইন লাইনের তারটি পুনঃসংযোগে কাজ করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। তবে কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে রাত ১০টার পর কিছু এলাকায় বিদ্যুৎ আসা শুরু হয়েছে।
আরও পড়ুন: রাতের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়
এদিকে বিদ্যুৎ না থাকায় শহরজুড়ে ভূতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। সন্ধ্যায় পর থেকে খালি হতে থাকে মার্কেটসহ বিপণিবিতানগুলো।
প্রসঙ্গত, বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ওপর দিয়ে হালকা ঝড় বয়ে যায়। এসময় বেশ কিছু এলাকায় আম গাছের ডাল ভেঙে পড়ে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা-গুলবাগ এলাকায় বজ্রপাতে মিজানুর রহমান মিজান নামে এক তরুণের মৃত্যু হয়। একই বজ্রপাতে তার মা সুফিয়া খাতুন।