আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসের ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকেই শুরু হয় টানা বৃষ্টিপাত। সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যাপ্তি ও তীব্রতা বেড়ে যায়। তবে সেইসাথে কমে আসে ভ্যাপসা গরম, যা পর্যটকদের জন্য কিছুটা স্বস্তিও বয়ে আনে।
তবে আবহাওয়া যতই প্রতিকূল হোক, সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সাগরতীরে পর্যটকদের ঢল থামেনি। অনেকেই উত্তাল সাগরের ঢেউ আর বৃষ্টির ভেজায় খুঁজে পেয়েছেন ভিন্ন এক আনন্দের অনুভব।
কুমিল্লা থেকে আসা পর্যটক সিরাজুল ইসলাম বলেন, 'কক্সবাজার সমুদ্রসৈকতের সামনে এসে যে প্রশান্তি পাওয়া যায়, তা অন্য কোথাও সম্ভব নয়। শহরের দালানকোঠার জীবনের চেয়ে নোনাজলের ছোঁয়া অনেক বেশি শান্তির।'
সপরিবারে ঘুরতে আসা মরিয়ম খাতুন বলেন, 'বৃষ্টিতে ঢেউয়ের সঙ্গে সমুদ্রস্নান, এটা দারুণ উপভোগ করছি। আনন্দ যেন দ্বিগুণ হয়েছে।'
বৃষ্টির মধ্যেও সমুদ্রের পানি ছিল উত্তাল। এমন অবস্থায় পর্যটকদের নিরাপত্তায় সচেতন অবস্থানে রয়েছেন লাইফ গার্ড কর্মীরা। সৈকতের বিভিন্ন পয়েন্টে উড়ছে লাল পতাকা। সাগরের ঢেউ বিপজ্জনক হওয়ায় মাইকিং ও টহল জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: ইনানী সৈকতে ভেসে যাওয়ার সময় ৩ পর্যটককে জীবিত উদ্ধার
সী সেফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র কর্মী রবিউল ইসলাম রাজু বলেন, 'সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সাথে সাগরও উত্তাল। লাল পতাকা দিয়ে সতর্ক করা হলেও অনেক পর্যটক তা উপেক্ষা করে সমুদ্রে নামছেন। তবে আমরা প্রতিটি পয়েন্টে নজরদারি করছি। মাইকিং ও পায়ে হেঁটে টহল বাড়ানো হয়েছে।'
যদিও পর্যটক সমাগমে সৈকত এলাকায় উৎসবের আমেজ, তবে বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
জেড স্কী ব্যবসায়ী সোহেল বলেন, 'সপ্তাহজুড়ে বসে থাকি, শুক্রবারে আয়ের আশায়। কিন্তু আজ প্রচণ্ড বৃষ্টি আর উত্তাল সাগরের কারণে পর্যটকরা জেড স্কী নিচ্ছেন না। আয়ের উৎসে ভাটা পড়েছে।'
ফটোগ্রাফার রহিম বলেন, 'বৃষ্টির কারণে ক্যামেরা বের করাই যাচ্ছে না। ভিজলে নষ্ট হয়ে যাবে। পর্যটক এলেও ছবি তোলা সম্ভব হচ্ছে না, তাই আয়ও বন্ধ।'
সাপ্তাহিক ছুটিতে বেড়েছে হোটেল-মোটেলের চাহিদা। কক্সবাজারে ৫০০-এর বেশি হোটেল-মোটেল-রিসোর্টে একসাথে রাত্রিযাপন করতে পারেন প্রায় দেড় লাখ পর্যটক। পাশাপাশি সৈকতের পাড়ে আছে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান, যা স্থানীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে।