ঝুঁকিপূর্ণ ভবনে অফিস, আতঙ্কে খোদ ফায়ার সার্ভিস কর্মকর্তা-কর্মচারীরা

২২ ঘন্টা আগে
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় সবার আগে ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কোনো বহুতল ভবনে বড় ধরনের ঝুঁকি দেখা দিলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারাই সেটির প্রতিবেদন তৈরি করেন। কিন্তু দীর্ঘদিনের পুরানো ভবনের জন্য এখন নিজেরাই জীবনের ঝুঁকিতে রয়েছেন সিরাজগঞ্জের ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

১৯৬১ সালে সিরাজগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে নির্মিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন। দুইতলা বিশিষ্ট স্টেশনের নিচতলায় রয়েছে পানিবাহী গাড়ির গ্যারেজ ও অফিস, আর উপরের তলায় আছে আবাসিক ব্যবস্থা। দীর্ঘদিনের পুরাতন স্থাপনা হওয়ায় বর্তমানে ভবনটির অবস্থা নাজুক।

 

ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। মাঝেমধ্যেই ছাদের পলেস্তারা খসে পড়ছে। ঝুঁকিপূর্ণ এই ভবনে বসেই দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছেন অফিসে কর্মরত মোট ৪০ জন কর্মকর্তা-কর্মচারীরা। এতে ভবন ধসের আতঙ্কে দিন কাটছে তাদের।

 

আরও পড়ুন: সড়কের অভাবে অকেজো পড়ে আছে ফায়ার স্টেশনটি

 

দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা। ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, ‘ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ছাদের প্লাস্টার ভেঙে রড বেরিয়ে এসেছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ থেকে পানি পড়ছে কর্মকর্তাদের থাকার ঘরে। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণ করা আবশ্যক।’

 

ছাদের পলেস্তারা খসে পড়ছে। ছবি: সময় সংবাদ

 

গণপূর্ত বিভাগ বলছে, ভবনটি পরিদর্শন করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমাদুল হাসান জানান, ‘ভবন সরজমিনে পরিদর্শন করেছি। ছোট-বড় ভূমিকম্প হলেই এটি ভেঙে পড়তে পারে। এখন এটি বসবাসের অনুপযোগী। তাই নতুন ভবন নির্মাণের জন্য প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন