বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার কাশীপুর গ্রামের বেদেপল্লীতে এ ঘটনা ঘটে।
নিহত আবু তালেব ওই গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আবু তালেব রাতে কাশীপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে একই গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে রুবেল হোসেন আবু তালেবকে ডেকে তোলেন। তালেব বাইরে বের হলে রুবেল লোহার সুচালো অংশ দিয়ে বুকে আঘাত করেন। ঠেকাতে গেলে তালেবের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক খুন
তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আবু তালেবের সঙ্গে রুবেলের পূর্ব শত্রুতা ছিলো। তবে কী নিয়ে তাদের মধ্যে বিরোধ তা এখনও জানা যায়নি।’