সোমবার (১২ মে) বিকেলে শৈলকূপা শহরের চার রাস্তার মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন: মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কাওছার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ইসরাইল হোসেন, শফিউদ্দীন, আব্দুল কাদের মোল্লা, সেচ্ছাসেবক দলের আব্দুল হাকিম জিল্লু ও কৃষকদল নেতা মাজেদুর রহমান পান্না।
আরও পড়ুন: কমিটি থেকে নেতার নাম প্রত্যাহারের প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ
প্রতিবাদ সভায় বিএনপি নেতাদের অভিযোগ, দামুকদিয়া গ্রামের লুৎফর রহমান মোল্লার ছেলে বকুল মোল্লা চিহ্নিত সন্ত্রাসী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তার নেতৃত্বে বিএনপি সভাপতিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। হাসিনার ফ্যাসিবাদি শাসনের ১৬ বছরে বকুল মোল্লা ছিল বেপরোয়া। বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকে তিনি কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। বহু বিএনপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছেন। তারপরও তিনি প্রকাশ্যে চলাফেরা করলেও ফ্যাসিস্ট এই নেতাকে পুলিশ ধরছে না।
উল্লেখ্য, ২০২১ সালের ২৫ জুলাই রাতে রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যা মামলায় বকুল মোল্লা ২নং এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তার নামে শৈলকূপা থানায় একাধিক মামলাও রয়েছে।
]]>