সোমবার রাত ১০টার দিকে গ্রামের নলবিলের মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ আলী গাড়ামারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, মোহাম্মদ আলী বিকেলে বাড়ি থেকে নলবিলের মাঠে যায়। রাতে স্থানীয় কৃষকরা তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: যশোরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
স্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, ‘আমরা মাঠ থেকে ফেরার সময় দেখি মন্টু মিয়ার ধানের জমিতে মোহাম্মদ আলীর লাশ পড়ে আছে। আমরা লাশ দেখে পরিবারের কাছে খবর দিলে তারা পুলিশে খবর দেয়। তার ঘাড় ও নাভির উপরে আঘাতের চিহ্ন আছে।’
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি বজ্রপাতে মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে।’
আরও পড়ুন: সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু
]]>