আটকরা হলেন: মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (২৮) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের মসলেম খলিফার ছেলে আলী হোসেন (৩৫)। পুলিশ জানায়, তারা মহেশপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সড়কে গাছ ফেলে পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতি করত।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পদ্মবিল এলাকায় ডাকাত দলের দুই মূল সদস্য অবস্থান করছে। এরপর পুলিশ সদস্যদের জেলে ও কৃষক সেজে এলাকায় মোতায়েন করা হয়। কিছুক্ষণ পর ঘেরাও করে দুইজনকে আটক করা হয়।’
আরও পড়ুন: ঝিনাইদহে ১৬টি ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনই ডাকাতির সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। দুই ডাকাত আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে মনে করছেন তারা।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·