ঝিনাইদহে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

২ সপ্তাহ আগে
ঝিনাইদহ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (৭ এপ্রিল) রাতে ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনার মূল কারণ হলো, ওই এলাকার সাবেক যুবদল নেতা আব্দুল কাদের ও জেলা বিএনপির সহ-সভাপতি সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধ।

 

সোমবার দুপুরে আব্দুল কাদেরের বাড়িতে স্থানীয় বিএনপির নেতা তৌফিকুর রহমান, শফিকুল ইসলাম ও ইদ্রিস আলী দাওয়াত খেতে আসেন। পরে সন্ধ্যায়, সুবিদ চেয়ারম্যানের সমর্থকরা ঘোড়শাল বাজারে তাদের ওপর হামলা করে, যা উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের জন্ম দেয়। এই বিরোধের জের ধরে রাতে সুবিদ চেয়ারম্যানের সমর্থকরা কাদেরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

 

আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত

 

এ ঘটনায় আব্দুল কাদের, শাহাবুদ্দিন, মিজানুর রহমান, শরিফুল ইসলাম, জিয়া উদ্দিন, আব্দুর রশিদ, আমিরুল ইসলামসহ বেশ কয়েকজনের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও, হতাহতের ঘটনা ঘটেনি।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন