ঝিনাইগাতীতে ৩০ বস্তা ভারতীয় মদ ‍উদ্ধার

৪ দিন আগে
শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের সীমান্ত ঘেঁষা সন্ধ্যাকুড়া ছালমা রাবার বাগানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঝিনাইগাতী উপজেলার সীমান্ত ঘেঁষা সন্ধ্যাকুড়ার ছালমা রাবার বাগান দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩০ বস্তায় ভরা মদের বোতল রেখে পালিয়ে যায় পাচারকারিরা। পরে তাদের ফেলে যাওয়া ৩০টি বস্তায় এক হাজার ৩৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন ঘটনার সত্যতা স্বীকার করে সময় সংবাদকে বলেন, ঝিনাইগাতী হয়ে মাদকের একটি বড় চালান পাচার হওয়ার তথ্য আমাদের কাছে ছিল। এ বিষয়ে আমরা গোপনে সোর্স নিয়োগ করে বিষয়টি নজরদারিতে রাখছিলাম। শনিবার সকালেই ওই মাদকের বড় চালানটি আসছে। পরবর্তীতে আমরা ভোর ৫টার দিকে ওই এলাকাটি ঘিরে ফেলি। আমাদের উপস্থিতি টের পেয়ে মদগুলো ফেলে পালিয়ে যায় পাচারকারিরা। এসময় ৩০টি বস্তায় ভরা এক হাজার ৩৮৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করি।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ পিকআপভ্যান জব্দ

 

তিনি আরও বলেন, মাদক উদ্ধারের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন