ঝিনাইগাতীতে মহারশি নদীতে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

২ দিন আগে
শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখা।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানবন্ধনে বক্তারা বলেন, ঝিনাইগাতীর বুকচিরে বয়ে যাওয়া মহারশী নদীর দুইপাড়ের কয়েক লক্ষ মানুষ প্রতি বছর পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

 

তারা বলেন, পাহাড়ি ঢলের কারণে বাড়ি-ঘরসহ বিভিন্ন স্থাপনা হারিয়ে এখানকার মানুষ সর্বশান্ত হচ্ছেন, কিন্তু দেখার কেউ নেই। শুধু তাই নয়, বছরে কয়েকবার এই নদীর উজান থেকে পানি নেমে আসায় কোটি কোটি টাকার ফসল, সবজি ক্ষেত, মাছের ঘের তলিয়ে গিয়ে কৃষক ও মাছচাষিরা পথে বসার জোগার হচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলায় মহারশি নদীর দুই পাড়ে কেবল ঘষামাজা কাজ নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ করলে এই এলাকার কয়েক লক্ষ মানুষের দুর্ভোগ কমবে।

 

আরও পড়ুন: নালিতাবাড়ীতে ভুয়া চিকিৎসক বাবার কারাদণ্ড, ছেলেকে জরিমানা

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি শেরপুর জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আবু আহমেদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুলায়মান আহমেদ, কৃষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক আনিছ আহমেদ, ক্ষেতমজুর সমিতির উপজেলা আহ্বায়ক শাহিন মিয়া, শ্রমিক নেতা আফিল শেখ, শ্রমিক নেতা জুয়েল আহমেদ এবং গণঅধিকার পরিষদের ঝিনাইগাতী উপজেলা শাখার সদস্য সচিব গোলাম নূর প্রমুখ।

 

মানবনন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এর কাছে স্মারকলিপি দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন