ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

৬ দিন আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে নিজ বাড়িতে তিনি বিদ্যুতায়িত হন।

 

মো. নাজমুল ইসলাম নামে ওই ছাত্রটি পৌর এলাকার বৈচন্ডি গ্রামের মো. শাহ জাহান হাওলাদারের ছেলে। নাজমুল নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। 

আরও পড়ুন: খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

চাচা মো.আনিছুর রহমান জানান, রাতে নাজমুল বসতঘরের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করছিলেন। এসময় তিনি অসাবধানতাবশত  বিদ্যুতায়িত হন। এতে মুহূর্তেই ঘটনাস্থলে অচেতন অবস্থায় ছিটকে পড়লে স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন