ঝালকাঠিতে বাসচাপায় ল্যাব সহকারী নিহত

১ মাস আগে ১০
অটোরিকশা থেকে ছিটকে পড়ে বাসচাপায় ঝালকাঠির রাজাপুর উপজেলার উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব সহকারী শুকদেব মণ্ডল (২৫) নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত শুকদেব মণ্ডল ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি গ্রামের মৃত দেবেন্দ্র মণ্ডলের ছেলে।


নিহতের স্বজনরা জানান, বিদ্যালয়ের ছুটি শেষে ঝালকাঠি শহর থেকে রাজাপুরের বাগড়ি এলাকায় একটি অনুষ্ঠানে যান শুকদেব। দাওয়াত শেষ করে অটোরিকশায় নিজ বাড়ি দেউলকাঠিতে ফিরছিলেন তিনি। 


আরও পড়ুন: টাঙ্গাইলে বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২


এ সময় হঠাৎ অটোরিকশা থেকে ছিটকে পড়লে একটি বিআরটিসি বাসচাপায় গুরুতর আহত হন শুকদেব। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘অটোরিকশা থেকে পড়ে বাসচাপায় শুকদের মণ্ডলের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রাখা হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন