ঝালকাঠিতে গাড়িবহরে হামলা-ভাঙচুরের অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে

১ সপ্তাহে আগে
ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঁঠালিয়া) বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে ছাত্রনেতা গোলাম আজম সৈকত হাজির হয়ে এ সংবাদ সম্মেলন করেন।


লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলন গোলাম আজম সৈকত অভিযোগে বলেন, ‘গত শনিবার ১১ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শুক্তাগর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে বাড়ি ফেরার পথে তার গাড়ি বহরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে একদল লোক হামলা চালায় এবং গাড়িতে ভাঙচুর করে। এ হামলায় বিএনপি ও শ্রমিক দলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরিকল্পিতভাবে রফিকুল ইসলাম জামালের অনুসারীরা তার ওপর এ হামলা করেছে।’

আরও পড়ুন: ঝালকাঠিতে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, মহাসড়ক অবরোধ

তিনি আরও বলেন, ‘সাংগঠনিক কাজ শেষে নিজ বাড়ি ফেরার সময়ে একই পথে সে সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের গাড়িবহরও চলছিল। এসময় জামালের অনুসারীরা আমার গাড়িবহর অতিক্রম করার সময় গালাগালি করে এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়।’


গোলাম আজম সৈকত আরও অভিযোগ করেন,  রফিকুল ইসলাম জামাল রাজাপুর ও কাঁঠালিয়ায় বিএনপির বহিষ্কৃত নেতাকর্মী ও আওয়ামী দোষরদের পাশে বসিয়ে বিএনপির নামে বিভিন্ন সভা করে আসছেন, যা অসাংগঠনিক। সংবাদ সম্মেলনে সৈকত অনুসারী রাজাপুর ও কাঁঠালিয়া বিএনপির কয়েকজন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ব্যাপারে বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, এ অভিযোগ একেবারেই মিথ্যা। সৈকত যে সময়টা কথা উল্লেক করেছেন সে সময় আমি বাসায় এবং সে সময় আমার সাথে সৈকতের ফোনে কথাও হয়েছে। আসলে গোলাম আজম সৈকত বিতর্কিত শাহ জাহান ওমরের লোকজন নিয়ে ঝালকাঠি-১ আসনে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যই এ সব মিথ্যা অভিযোগ তুলছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন