জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের কারুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে বুধবার (৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
ক্লিনিকটিতে দায়িত্বরত হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম সাংবাদিকদের বলেন, সকাল ৯টা থেকে প্রতিদিনের মতো দায়িত্ব পালনের ক্লিনিকে যাই। কিছুক্ষণ পরে হঠাৎ ক্লিনিকের ফ্লোরে সাপের নড়াচড়া দেখতে পাই। এসময় চিৎকার দিলে স্থানীয় কয়েকজন ছুটে আসেন। পরে তারা ফ্লোরের গর্ত ও বাথরুম থেকে মোট সাতটি বিষধর সাপ ধরে মেরে ফেলেন। ক্লিনিকের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভাঙা মেঝে ও ইটের গর্ত তৈরি হয়েছে। সেখানেই সাপ বাসা বেঁধেছে বলেও ধারনা করে বলেন হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম।
আরও পড়ুন: গাইবান্ধায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু
এদিকে এ ঘটনায় কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত ও সাধারণ মানুষের মধ্যে সাপের আংতক দেখা দিয়েছে।