নিহত শেখর বিশ্বাস (৪৫) গোপালগঞ্জ জেলার মাছকান্দি গ্রামের শরৎ চন্দ্র বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, ঝালকাঠি শহরের কলেজ মোড় সংলগ্ন বিশ্বরোড এলাকায় এসএ পরিবহনের স্থানীয় শাখা অফিস। সেখানে ৮ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে ম্যানেজার পদে চাকরি করে আসছিলেন শেখর বিশ্বাস। জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন একটি ভাড়া বাড়িতে কলেজ পড়ুয়া মেয়ে সিঁথি বিশ্বাস, আট বছরের ছেলে সৈকত বিশ্বাস ও স্ত্রী লিলাবতি দাসকে নিয়ে বসবাস করছিলেন শেখর।
আরও পড়ুন: নিজ ঘরে ঝুলছিল স্বামীর মরদেহ, গলাকাটা অবস্থায় মিলল স্ত্রীর লাশ
সোমবার রাতে তিনি অফিসের হিসেবের কাজে এসে সেখানেই রাতে ঘুমিয়ে পড়েন। কিন্তু মঙ্গলবার ভোরে অফিসের ওই কক্ষটি সহকর্মীরা ভেতর থেকে বন্ধ পান। পরে ডাকাডাকি করে পুলিশে খবর দেয়া হয়।
এরপর পুলিশ দরজা ভেঙে কক্ষটির ভেতর থেকে ম্যানেজার শেখরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: সন্ধ্যায় ধরে নিয়ে গেল পুলিশ, রাতে থানায় ঝুলছিল যুবকের মরদেহ
শেখরের স্ত্রী লিলাবতি দাস (৩৫) বলেন, সম্প্রতি ঢাকায় শেখরকে বদলি করা হয়েছে। কিন্তু ঝালকাঠিতে তার মেয়ে একাদশ শ্রেণিতে পড়েন, ছোট ছেলেটি পড়ে প্রাথমিকে। এ ছাড়া পেশাগত জীবনে সততা ও নিষ্ঠায় জন্য তিনি ছিলেন শহরের সবার প্রিয় ব্যক্তি। কিন্তু কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ করে বদলি করায় হতাশা ও অপমান বোধ থেকে তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার এসআই মো. ফরিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
]]>