ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ডাকঘর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৩ দিন আগে
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি শের-ই-বাংলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভেতরে পোস্ট অফিসের কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে পরীক্ষার পরিবেশ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টার দিকে কলেজের ভেন্যু সুগন্ধিয়া মুসলিম হাই স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভবনের নিচতলায় একটি খোলা জায়গায় টেবিল-চেয়ার পেতে ডাক বিভাগের কাজ চলছে। সাধারণ মানুষ অবাধে কেন্দ্রে প্রবেশ করে ডাকসেবা নিচ্ছেন যা ১৪৪ ধারা লঙ্ঘনের শামিল।

 

কেন্দ্রের ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব নিজাম হায়দার বলেন, ‘জনসাধারণের সুবিধার্থে ডাকঘর রাখা হয়েছে। সরকারি অফিস হওয়ায় আমরা এটি সরাতে পারি না।’

 

তবে এ বক্তব্যে সন্তুষ্ট নন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, ‘ডাক করার নাম করে কেন্দ্রের ভেতরে নকল সরবরাহ হয়। এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে।’

 

আরও পড়ুন: ঝালকাঠিতে আ.লীগ নেতাকে মারধর

 

পরীক্ষাকেন্দ্রের ট্যাগ অফিসার ও সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার তামিম আহমেদ বলেন, ‘ডাক বিভাগ সরকারি প্রতিষ্ঠান হওয়ায় তা সরানো সম্ভব হয়নি। তাদের অনুমতি ছাড়া কিছু করা যাচ্ছে না।’

 

এদিকে, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

 

ঝালকাঠি প্রধান ডাকঘরের পোস্টমাস্টার আবু জাফর বলেন, ‘পরীক্ষা কেন্দ্রের মধ্যে ডাকঘরের কার্যক্রম চলা অনুচিত। এতে উভয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। প্রয়োজনে পরীক্ষা চলাকালে বিকল্প ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন