ঝালকাঠিতে ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

৩ সপ্তাহ আগে
ঝালকাঠির নলছিটিতে একটি ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে মালিককে দুই লাখ টাকা জরিমানা ও একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার  সুবিদপুর ইউনিয়নের শুকতারা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।


এ বিষয়ে ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিধানমতে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে মোবাইল কোর্ট আইনে ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অর্থদণ্ড আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৌরসভার গৌরপাশা এলাকার আদেল মাঝির ছেলে লিটন মাঝিকে গাঁজা বহনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’


আরও পড়ুন: নড়াইলে অবৈধ কয়লা-ইটভাটা ধ্বংস, জরিমানা


ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন