ঝালকাঠিতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আহত কিশোরীর মৃত্যু

১ সপ্তাহে আগে
ঝালকাঠির কাঁঠালিয়ায় অটোরিকশার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হওয়া ইসরাত জাহান মুনা (১২) অবশেষে মারা গেছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে ২৯ মার্চ বিকেলে ছোট ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মুনা।

 

সে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া (মুন্সিরাবাদ) গ্রামের সৌদি প্রবাসী মো. লোকমান হোসেনের মেয়ে এবং স্থানীয় সবুরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

 

আরও পড়ুন: ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

 

চাচা জাকির হোসেন দুলাল জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে মুনাকে রাজাপুর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ও পরে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

 

বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মুনা মারা গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, স্থানীয় বাসিন্দা, সহপাঠী ও শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েন।

 

বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কাঁঠালিয়ার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন