জয়ে সিরিজ শুরুর প্রত্যাশা আফগান অধিনায়কের

১ দিন আগে
অনেকেই অনেক সময় বলে থাকেন, আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপেও তাদেরকে অনেকেই এগিয়ে রেখেছিলেন, ভারতের রবিচন্দ্রন অশ্বিন তো বাংলাদেশকে নিয়ে কোনো মন্তব্যই করতে চাননি। আর সেই বাংলাদেশের কাছেই এশিয়া কাপে হেরেছে আফগানিস্তান, শুধু তাই নয়; সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে আফগানরা হোয়াইটওয়াশ হয়েছে টাইগারদের কাছে।

হোয়াইটওয়াশের সেই ক্ষত তরতাজা থাকতে থাকতেই বুধবার (৮ অক্টোবর) ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

 

আবুধাবির মাঠে রাজত্ব চলে স্পিনারদের, পেসাররা একটু কমই সহায়তা পায় এই উইকেটে। সবশেষ টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলেছেন। আজকের ম্যাচেও খুব হয়তো দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। 

 

মুখোমুখি দেখা, সাম্প্রতিক পারফর্ম কিংবা শক্তিমত্তা- সবকিছুতেই আফগানিস্তানের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। তবে এ বছরের ওয়ানডের পরিসংখ্যান অবশ্য ভিন্ন কথা বলছে। ৬ ম্যাচের একটিতে মাত্র জিতেছে টাইগাররা। আফগানদের বিপক্ষে সবশেষ সিরিজও খোয়া গেছে। তাই সতর্ক মেহেদী হাসান মিরাজের দল। 

 

আরও পড়ুন: সাইফ এখন দেশসেরা, ৮৭ ধাপ এগিয়েছেন নাসুম

 

ওয়ানডেতে তাই সেরা দল নিয়েই নামবে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ছন্দে আছেন। ওপেনিংয়ে অভিষেক হয়ে যেতে পারে সাইফ হাসানের। টি-টোয়েন্টি দলে না থাকা ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আছেন। মিডলঅর্ডারে তাওহিদ হৃদয়, শামীস হোসেন, জাকের আলী ও নুরুল হাসানের মধ্যে একজন একাদশের বাইরে থাকবেন। 

 

পেস আক্রমণে থাকতে পারেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বাংলাদেশ আজ তিন স্পিনার খেলালে সুযোগ পাবেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। তিন পেসার খেলালে বাদ পড়তে পারেন রিশাদ। 

 

আবুধাবিতে শেষ পাঁচটি ডে-নাইট ওয়ানডের চারটিতেই জিতেছে আগে ব্যাট করা দল। বাংলাদেশের মতো আফগানিস্তানও তাই ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির তুরুপের তাস হতে পারেন অলরাউন্ডার আজমতউল্লাহ গুরবাজ। বোলিংয়ে ভরসা দুই অভিজ্ঞ স্পিনার রশিদ খান ও মোহাম্মদ নবী। 

 

আরও পড়ুন: আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল: তামিম

 

এদিকে প্রায় ৮ মাস পর ওয়ানডে খেলতে নামছে আফগানিস্তান। তবে সে নিয়ে অবশ্য খুব ভাবনা বোধহয় নেই আফগান অধিনায়কের। উল্টো নিজেদেরকেই এগিয়ে রাখছেন হাশমতউল্লাহ শহীদি। ‘আমার মনে হয় দুটি দলই ভালো। যে দল পুরো সিরিজ জুড়ে ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। আফগানিস্তানের অধিনায়ক হিসেবে আমি বাংলাদেশের নাম বলতে পারি না। আমি আমার দলের ওপর বিশ্বাস রাখি। আমাদের একটি ভালো দল আছে। অতীতে আমরা ওডিআই ফরম্যাটে বেশ ভালো ক্রিকেট খেলেছি। তাই ইনশাআল্লাহ আমরা এখানে লড়াই করার জন্য এসেছি এবং আমরা সিরিজটি উপভোগ করব। আমরা লড়াই করব এবং ফলাফল পেতে আমাদের শতভাগ দেবো।’ 

 

টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজটা জয় দিয়েই শুরু করতে চায় আফগানিস্তান। শহীদি বলেন, ‘আমার দলের ওপর শতভাগ আস্থা আছে। টি-টোয়েন্টি এবং ওডিআই দুটি ভিন্ন ফরম্যাট। বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে বেশ ভালো খেলেছে। কিন্তু আমি আগেই বলেছি, ওডিআই ভিন্ন ফরম্যাট এবং আমরা সাম্প্রতিক অতীতে অনেক ভালো ক্রিকেট খেলেছি। তাই আমি আত্মবিশ্বাসী। আশা করি আমরা ভালো শুরু করব এবং প্রথম ম্যাচ থেকেই ফলাফল পেতে আমাদের শতভাগ দেবো এবং পরের ম্যাচেও তা ধরে রাখব।’ 

 

এখন পর্যন্ত ওডিআইয়ে দুই দল মুখোমুখি হয়েছে ১৯ বার। এর মধ্যে  বাংলাদেশ জিতেছে ১১টিতে, আর বাকি ৮টিতে জিতেছে আফগানিস্তান।

]]>
সম্পূর্ণ পড়ুন