জয়াসুরিয়ার পাঁচ উইকেট, ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

১ সপ্তাহে আগে
গতকালই ইনিংস হারের শঙ্কা নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। ভরসা বলতে ছিলেন লিটন দাস। চতুর্থ দিনে লেজের ব্যাটারদের নিয়ে ব্যাট করে লিটন দলের ইনিংস হার ঠেকাতে পারেন কি–না, তাই দেখার ছিল। কিন্তু লিটন আর ভরসা যোগাতে পারলেন কই! দিনের প্রথম ওভারেই বিদায় নিলেন। এরপর লেজের ব্যাটাররা উইকেটে আসলেন আর সাজঘরে ফেরত গেলেন। বাংলাদেশও ইনিংস ব্যবধানে হেরে সিরিজ শেষ করলো।

শনিবার (২৮ জুন) চতুর্থ দিনেই নিষ্পত্তি হলো কলম্বো টেস্টের। সকাল সকাল টাইগারদের লেজ মুড়িয়ে ইনিংস ও ৭৮ রানের জয় পেল লঙ্কানরা।


২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অলআউট ১৩৩ রানে। গতকাল ৬ উইকেটে ১১৫ রান তোলার পর আজ সকালে বাংলাদেশের ইনিংস ৬ ওভারও টেকেনি। আর মাত্র ১৮ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারিয়েছে টাইগাররা।


এই ইনিংসে ৫ উইকেট শিকার করে লঙ্কানদের জয়ের নায়ক প্রবাথ জয়াসুরিয়া। 

]]>
সম্পূর্ণ পড়ুন