জয়পুরে পেট্রল পাম্পের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু প্রাণহানির শঙ্কা

২ সপ্তাহ আগে
ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রল পাম্পের সামনে ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাকের সঙ্গে অন্য ট্রাকের সংঘর্ষের পর ওই পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি ট্যাংকারে আগুন লেগে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র। 

 

বর্তমানে আগুন নেভানোর চেষ্টা চলছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 

 

আরও পড়ুন: ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের সঙ্গে ফেরির সংঘর্ষ, নিহত ১৩

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, যে ট্রাকটি অন্যান্য যানবাহনকে ধাক্কা দেয়, সেটি রাসায়নিক বোঝাই ছিল।

 

ভাংক্রোটার স্টেশন হাউস অফিসার (এসএইচও) মনীশ গুপ্ত সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আগুনটি বেশ কয়েকটি ট্রাক পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ ও আহত কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ 

 

আরও পড়ুন: ভারতের পার্লামেন্ট চত্বরে বিজেপি ও কংগ্রেস এমপিদের মধ্যে সংঘর্ষ

 

হতাহতদের দেখতে এরইমধ্যে হাসপাতালে পৌঁছেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা।

 

সূত্র: এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন