বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুন্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: ক্ষেতলাল উপজেলার হেরাকুলা গ্রামের আজিজার রহমানের ছেলে দুলাল হোসেন (৩৫) এবং কাজীপাড়া গ্রামের মোংলার ছেলে জহুরুল ইসলাম (৪৫)।
রানা চৌধুরী নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ইফতারের আগ মুহূর্তে নিশ্চিন্তা থেকে ইটাখোলা যাওয়ার পথে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের সামনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’