শুক্রবার (২০ জুন) দিনগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানান, রাতে জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর বাড়িতে ৫/৬ জনের একটি দল জানালার গ্রিল ভেঙে বাড়িতে ঢোকে। এ সময় গৃহকর্তা ও গৃহকর্ত্রী বাড়িতেই ছিলেন। ডাকাতরা বাড়িতে ঢুকেই টুকু ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে।
আরও পড়ুন: অস্ত্রের মুখে চিকিৎসক দম্পতির নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট
টুকুর স্ত্রী বিলকিস আরা জানান, বাড়িতে থাকা দেড়শ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দস্যুরা।
পুলিশ বলছে, এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।