জয়পুরহাটে প্রার্থিতা ফিরে পেলেন এবি পার্টির ২ প্রার্থী

৩ দিন আগে
আপিলে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন এবি পার্টির জয়পুরহাট-১ আসনের সুলতান মো. শামছুজ্জামান এবং জয়পুরহাট-২ আসনের এস. এ. জাহিদ।

সোমবার (১২ জানুয়ারি) সকালে জয়পুরহাট-১ আসনের এবি পার্টির প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।


রোববার (১১ জানুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে হওয়া আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।


আরও পড়ুন: প্রার্থিতা ফিরে পেয়ে কাঁদলেন দুলাল, অভিযোগ করলেন নির্যাতনের


এর আগে গত ৩ জানুয়ারি জয়পুরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া এই দুই প্রার্থীসহ দুটি আসনে সাতজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এদের মধ্যে জয়পুরহাট-১ আসনে এবি পার্টির প্রার্থী সুলতান মো. শামছুজ্জামানের হলফনামায় স্বাক্ষর না থাকা ও জয়পুরহাট-২ আসনের এবি পার্টির প্রার্থী এস এ জাহিদের মনোনয়ন ফরমে রিটার্ন ফরম দাখিল না করায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।


পরে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে আপিল করেন। সুলতান মো. শামছুজ্জামানের আপিল নম্বর ৮০ ও এস এস এ জাহিদের আপিল নম্বর ৭৮।


আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির কাজী রফিকুল


আপিল শুনানি শেষে সুলতান মো. শামছুজ্জামান বলেন, নির্বাচন কমিশনে করা আমাদের আপিল মঞ্জুর হয়েছে। আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


উল্লেখ্য, দুটি আসনে ‌মনোনয়নপত্র দাখিলকারী ১৫ জনের মধ্যে সাতজনের মনোনয়ন বাতিল হলেও ৫ প্রার্থী বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন