রোববার (৬ জুলাই) সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের হারুনুর রশিদের ছেলে আবির হোসেন ও একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার।
আরও পড়ুন: গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু
স্থানীয়রা জানান, শিশু দুইটি গ্রামের একটি পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে পুকুরের পানিতে পরে ডুবে যায় তারা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
]]>