জয়পুরহাটে কারিগরের রডের আঘাতে ওয়েটার নিহত

২ সপ্তাহ আগে
জয়পুরহাটে হোটেলে কারিগরের রডের আঘাতে জাহিদ হাসান নামে এক ওয়েটার নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটলেও দুপুর আড়াইটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে তার মৃত্যু হয়।


এর আগে শহরের নতুন হাট এলাকায় কুসুম সুইটস হোটেলে এ ঘটনা ঘটে।


নিহত জাহিদ হাসান ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।


আরও পড়ুন: রাজধানীতে শাশুড়িকে দেখতে গিয়ে দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির


কুসুম সুইটসের ম্যানেজার (ব্যবস্থাপক) ফরহাদ হোসেন জানান, সকালে তন্দু রুটির কারিগর নাসিমের সঙ্গে পরোটা তৈরির কারিগর শাহীনের বাকবিতণ্ডা হয়। এ সময় ওয়েটার জাহিদ হাসান তাদের ঝগড়া মিটমাট করতে গেলে শাহীন তাকে রুটি বানানোর বেলান দিয়ে আঘাত করে।


পরে আবারো তিনি একটি রড দিয়ে মাথায় সজোরে আঘাত করেন। এতে জাহিদ হাসান আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে জাহিদ হাসান মারা যান।


আরও পড়ুন: সাতক্ষীরায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেজ ভাই নিহত


কুসুম সুইটসের স্বত্তাধিকারী নতুনহাট দেওয়ানপাড়ার বাসিন্দা নূরজাহান হ্যাপি জানান, জাহিদ হাসান একজন অত্যন্ত ভালো ছেলে। তিনি আমাদের হোটেলে প্রায় তিন বছর ধরে ওয়েটারের কাজ করছেন। আজ সকালে ঘটনাটি ঘটার পরপরই শাহীনকে আটক করে রাখি। পরে থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।


এ বিষয়ে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ‘নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা জয়পুরহাটে আসলেই একটি হত্যা মামলা দায়ের করা হবে। তবে এ ঘটনায় ইতোমধ্যেই অভিযুক্ত শাহীনকে আটক করা হয়েছে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন