জয়কে সামনে রেখে হাসিনা যে লুটপাট করেছে তার আমলনামা চাই: সারজিস আলম

৩ সপ্তাহ আগে
জয়কে সামনে রেখে আইসিটি খাতে শেখ হাসিনা যে লুটপাট করেছে তার আমলনামা প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


এ সময় লুটপাটের লক্ষ্যে বিগত সরকার যেসব অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছিল সেগুলো বন্ধের দাবিও জানান সারজিস।


সরকারিভাবে রাজনীতিবিদদের বৈধ কর্মসংস্থান ব্যবস্থার পরামর্শ দিয়ে সারজিস বলেন, ‘আগামীর বাংলাদেশে রাজনীতি করতে চাইলে বৈধ উপায়ে একটা আয়ের উৎস থাকা জরুরি। সেটা আমরা কোনো আইসিটি দক্ষতার মাধ্যমে অর্জন করতে পারি। রাজনীতির পাশাপাশি আমরা দিনের একটা সময়ে যেন বৈধ আয় করতে পারি সেই উপায়টাও সরকারের করে দেয়া উচিত। এতে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে।’


আরও পড়ুন: রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গোছাতে ব্যস্ত: সারজিস আলম


আগামীর বাংলাদেশে কী কী সম্ভাবনা আছে তা তুলে ধরতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যেন নতুন প্রজন্ম সেসব সম্ভাবনাকে সামনে রেখে প্রস্তুতি নিতে পারে। এ প্রজন্ম যেহেতু বেশিরভাগ সময়ে মোবাইলের সাথে যুক্ত থাকে তাই এই অভ্যাসকে প্রোডাক্টিভ কাজে ব্যবহারে উদ্যোগ নিতে হবে। সেক্ষেত্রে আইসিটি মন্ত্রণালয় নতুন প্রজন্মকে কী কী সুযোগ দিচ্ছে এবং কীভাবে, তা সহজ ভাষায় জানাতে হবে।’


নগর পরিকল্পনার বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস বলেন, ‘আমরা বাংলাদেশে আর বিল্ডিং দেখতে চাই না। এরমধ্যে কাজও দেখতে চাই। এর জন্য যা করা দরকার সরকার যেন সেই উদ্যোগ নেয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন