জয়-পরাজয়ে কে এগিয়ে?

১ সপ্তাহে আগে
এশিয়ান কাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ-ভারত মহারণ। যদিও উভয় দলই চূড়ান্ত পর্বে অংশগ্রহণের দৌড় থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে, তবুও প্রতিবেশী দুই দেশের এই লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। নিয়মরক্ষার ম্যাচ হলেও, দুই শিবিরই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজেদের শতভাগ নিংড়ে দেবে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি চাপ। সেটা দু'দলের জন্যই। তাই নার্ভ ধরে রেখে পারফর্ম করার বিকল্প নেই কারো কাছেই।


প্রেশার গেমের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হ্যাভিয়ের কাবরেরা কৌশল। দলে হামজা-শমিতের মতো তারকা থাকার পরও মুনশিয়ানা দেখাতে ব্যর্থ স্প্যানিশ কোচ। উল্টো পজেশন নষ্ট করে ফুটবলারদের স্বাভবিক ছন্দ নষ্ট করতেও যেন তিনি সিদ্ধহস্ত।


গেলো কয়েক ম্যাচে স্কোয়াড নির্বাচনেও সমালোচনার জন্ম দিয়েছেন কাবরেরা। পছন্দের ফুটবলার দিয়ে তার গদবাধা কৌশল। যদিও আভাস আছে ভারত ম্যাচ নিয়ে ম্যানেজমেন্টের রয়েছে ভিন্ন পরিকল্পনা।


আরও পড়ুন: ভারত ম্যাচে নিরাপত্তাতেই যেন সব মনোযোগ বাফুফের 


এদিকে ভারতও এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত জয়হীন। তারাও আত্মবিশ্বাসী ঢাকার মাঠে সে আক্ষেপ মেটানোর। বাংলাদেশকে ভয় ধরানোর জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা রায়ানকে নিয়ে এসেছে তারা। যদিও এখনও মাঠে নামার ছাড়পত্রই মেলেনি তার।


বাংলাদেশ-ভারত মহারণে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো ভারতীয় দলের ২২ বছর পর বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন। ভারত সবশেষ বাংলাদেশের মাটিতে খেলেছিল ২০০৩ সালে ঢাকার সাফ গোল্ড কাপে। সেই ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ২-১ গোলে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছিল। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের বিরতির পর আজ ঢাকায় ভারতের এই উপস্থিতি এই লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে।


ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম মুখোমুখি হওয়া ১৯৭৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে। এখন পর্যন্ত মোট ২৯ বার ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১৩টিতে, আর বাংলাদেশ জিতেছে মাত্র ৩টি ম্যাচে। বাকি ১৩টি ম্যাচ ড্র হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন