জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বর্তমান চ্যাম্পিয়নদের

১ সপ্তাহে আগে
নারীদের ওয়ানডে বিশ্বকাপে জয় দিয়ে আসর শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) নিউজিল্যান্ডকে ৮৯ রানের বড় ব্যবধানে হারায় তারা।

টস জিতে প্রথমে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ৩২৬ রানের বিশাল পুঁজি পায় অস্ট্রেলিয়ার নারী দল। জবাবে ৪৩.২ ওভারে ২৩৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।


প্রথমে ব্যাটিংয়ে নেমে তেমন ভালো শুরু পায়নি অস্ট্রেলিয়া। দলের একজন শতক ছাড়া কেউই অর্ধশতকের দেখাও পায়নি। অ্যাশলে গার্ডনার ৮৩ বলে ১১৫ রানের অসাধারণ ইনিংস খেলেন। তবে গার্ডনার ছাড়া কেউ ফিফটির দেখা পাননি।


অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ফোবি লিচফিল্ডের ব্যাট থেকে। ৩১ বলে ৪৫ রান করেন তিনি। এছাড়াও কিম গার্থ ৩৮ এবং এলিস পেরির ব্যাট থেকে আসে ৩৩ রান। নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন জেস কের এবং লিয়া তাহুহু।


আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ভারতের 


জবাব দিতে নেনে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারিয়ে মহাবিপদে পরে কিউই নারীরা। এরপর কিছুটা লড়াই করার চেষ্টা করলেও অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে ওঠেনি তারা। এক সোফি ডিভাইন ছাড়া কেউই প্রতিরোধ করতে পারেনি। নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ১১২ বল খেলে ১১১ রান করে আউট হন। বাকিরা তেমন কিছু করতে না পারায় ২৩৭ রানেই অল আউট হয় নিউজিল্যান্ড।


অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন সোফি মোলিনাক্স এবং অ্যানাবেল সাদারল্যান্ড। ২ উইকেট পেয়েছেন অ্যালানা কিং।    

]]>
সম্পূর্ণ পড়ুন