ভিলার ঘরের মাঠে খেলা হলেও ম্যাচে আধিপত্য দেখিয়েছে বোলোগনা। বল দখলের পাশাপাশি আক্রমণেও ভিলা থেকে বেশ এগিয়ে ছিল ইতালিয়ান ক্লাবটি। তবে ম্যাচে ব্যবধান গড়ে দেন জন ম্যাকগিন। ১৩তম মিনিটে গোল করেন তিনি।
ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি পেয়েছিল ভিলা। তবে অলি ওয়াটকিন্সের নেয়া পেনাল্টি সেভ করেন বোলোগনার গোলকিপার। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভিলা।
আরও পড়ুন: বয়স কম হওয়ায় ব্যালন ডি'অর জেতেনি ইয়ামাল: তেবাস
এদিকে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে পোর্তো ও লিওঁ। ডাচ ক্লাব এফসি উট্রেখ্টের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লিওঁ। একই ব্যবধানে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবার্গকে হারিয়েছে পোর্তো।
ইউরোপা লিগের অন্য ম্যাচগুলোর ফলাফল
ফেরেনকভারোস ১-১ ভিক্টোরিয়া প্লাজেন
রেঞ্জার্স ০-১ কেআরসি গেঙ্ক
ভিএফবি স্টুটগার্ট ২-১ সেল্টা ভিগো
ইয়ং বয়জ ১-৪ পানাথিনাইকোস