জয় ও দিপুর তাণ্ডবে উড়ে গেল নাইম-রিয়াদদের ঢাকা মেট্রো

৪ দিন আগে
উড়িয়ে দেওয়া তো একেই বলে! মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপুর তাণ্ডবে ঢাকা মেট্রোপলিসের দেওয়া ১৮৬ রানের লক্ষ্য ১৯ বল হাতে রেখে পেরিয়ে গেছে চট্টগ্রাম বিভাগ, তাও আবার হাতে ৮ উইকেট রেখে।

ইয়াসির আলীর নেতৃত্বাধীন দলের এটা প্রথম জয়, বৃষ্টির আগে এনসিএলস বন্ধ হয়ে যাওয়ার আগে তাদের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে চট্টগ্রাম, রানরেটে এগিয়ে থাকা ঢাকা বিভাগ শীর্ষে। মেট্রো ২ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে।


সিলেটে ওপেনিং জুটিতে ৮১ রান করা মেট্রো পরের ৪৮ রান তুলতে হারিয়ে ফেলে আরও ৫ উইকেট। নাইম ৪৬ রান করে ফেরার পরপরই আরেক ওপেনার মাহফিজুল সাজঘরে ফেরেন। মাহফিজুল করেন ৪১। এরপর মাহমুদউল্লাহর ২২ বলে ৪১ ও আবু হায়দার রনির ১২ বলে ২৪ রানে ভর করে ৬ উইকেটে ১৮৫ রানের সংগ্রহ পায় মেট্রো। কিন্তু তারা এই সংগ্রহ নিরাপদ রাখতে পারল না।


আরও পড়ুন: টেলএন্ডারদের নৈপুণ্যে বরিশালের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় সিলেটের


৮ উইকেটে জয় তুলে নেওয়া চট্টগ্রাম উদ্বোধনী জুটিতে করেছিল ৫৩ রান। মুমিনুল ১৮ বলে ৩১ রান করে ফিরে গেলেও ঝড় অব্যাহত থাকে জয়ের। ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৩৭ বলে ৪ চার ও ৬ ছয়ে ৭১ রান করে আনিসুল ইসলাম ইমনের বলে জয় আউট হওয়ার পর বাকি কাজটা সারেন তাকে দারুণ সঙ্গ দেওয়া দিপু।


দিপু শেষ পর্যন্ত ৩৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। দলপতি ইয়াসির অপরাজিত থাকেন ১০ বলে ১২ করে। মেট্রোর হয়ে অন্য উইকেটটি নেন মাহমুদুল হাসান।

]]>
সম্পূর্ণ পড়ুন