জ্যোতি-শারমিনদের নিয়ে জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাস

৩ সপ্তাহ আগে
নতুন দায়িত্ব নিয়ে বিসিবিতে যোগ দিয়েই মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় কোচদের নিয়ে পাওয়ার হিটিং বিষয়ে বিশেষ একটি ওয়ার্কশপ করেছেন জুলিয়ান রস উড। আগে প্রথম ধাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের নিয়ে কাজ করেন তিনি। বৃহস্পতিবারও (১৪ আগস্ট) জ্যোতিদের নিয়ে কাজ করবেন জুলিয়ান উড।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকায় পা রেখেই দ্রুত কাজে নেমে পড়েন উড। প্রথম ধাপে নারী ক্রিকেটারদের নিয়ে কাজ করার পর ১৬ আগস্ট থেকে লিটন-তামিমদের নিয়ে কাজ শুরু করবেন জুলিয়ান উড। 

 

আরও পড়ুন: লয়েড মনে করেন, ১০০ বছরেও প্রথম স্তরে উঠতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ

 

লিটন-নাহিদরা আপাতত ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে পুরুষ ক্রিকেটারদের ব্যস্ততায় বসে নেই জুলিয়ান উড। কাজে লেগে পড়েন নারী ক্রিকেটারদের উন্নয়নে। জানা গেছে, গত তিন দিন নারী ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন তিনি। বৃহস্পতিবারও (১৪ আগস্ট) নারী ক্রিকেটারদের তিনি পাওয়ার হিটিং দীক্ষা দেবেন। এরপর লিটনদের নিয়ে কাজ শুরু করবেন তিনি। 

 

এক মাসের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জুলিয়ান উড। তার মূল কাজ হলো, বাংলাদেশের ক্রিকেটারদের স্ট্রাইক রেট বাড়ানো, বড় শট খেলার দক্ষতা বৃদ্ধিতে কাজ করা। সে লক্ষ্য নিয়েই বাংলাদেশে এসেছেন এই ইংলিশ কোচ। 

 

আরও পড়ুন: ম্যাচ জেতানোর পর শাস্তি পেলেন প্রোটিয়া তারকা

 

২০২২ সালে বিপিএলে সিলেটের ব্যাটিং কোচ হিসেবে এসেছিলেন জুলিয়ান উড। পরের বছর কাজ করেছেন চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে। চলতি বছর আইপিএলের ফাইনাল খেলা পাঞ্জাব কিংসের সঙ্গেও ছিলেন তিনি। 

 

বাংলাদেশে কাজ করতে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে ইতোমধ্যে আলাপ করেছেন ৫৬ বছর বয়সি এই কোচ। আপাতত তিন সপ্তাহের জন্য এসেছেন, তবে লম্বা সময়ের জন্যও বিসিবিতে কাজ করার সম্ভাবনা আছে তার।

]]>
সম্পূর্ণ পড়ুন