শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে পৌরশহরের ওসমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করার সময় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেছেন, যারা জনগণের অধিকারে বিশ্বাস করে না, হাজার হাজার মানুষকে পাখির মত গুলি করে মেরেছে, আমার ভাই বোনকে গুম করেছে, তারপরও এদের রক্ত পিপাসা মিটেনি। চৌদ্দমাস না যেতেই আবারও তারা জনগণের উপর জ্বালাও-পোড়াও শুরু করেছে। অর্থাৎ এরা প্রতিহিংসায় বিশ্বাস করে। এরা অনুশোচনা বা আত্নসমালোচনায় বিশ্বাস করে না। এদের জনগণের কাছে ক্ষমা চেয়ে বলা উচিত ছিল যে, আমাদের কে সুযোগ দিন! আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই! সেটি না করে বরং আরো তাদের নেত্রী জোড় গলায় বলে, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলো কে? কে বললো গুলি চালাও? কে হেলিকপ্টার থেকে গুলি করার অনুমতি দিল ?
আরও পড়ুন: বিএনপি ও জামায়াতের কথামতো হয়েছে সনদ: নাসীরুদ্দীন পাটওয়ারী
তিনি আরো বলেন, যখন একে একে সব বেড়িয়ে আসছে, যখন বিচারের সম্মুখীন হচ্ছে, তখন তারা বিশৃঙ্খলার পাঁয়তারা করছে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আজকে ঐক্যবদ্ধ। মানুষের ঐকের কাছে এ সমস্ত ষড়যন্ত্রকারীরা হেরে যাবে। জনগণের যে গণঐক্য তৈরি হয়েছে সে ঐক্য জয়যুক্ত হবে। আগামী জাতীয় নির্বাচন সুশৃঙ্খলভাবে হবে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনকে আটকে রাখতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন: নির্বাচনের দিন গণভোট: বিএনপি স্বাগত জানালেও সায় নেই জামায়াতের
২০ জন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিকেল পর্যন্ত মেডিসিন, ইউোলজি, শিশু, গাইনী, হৃদরোগ, অর্থপেডিক, চর্ম ও যৌন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
]]>
২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·