জোড়া গোলে আনচেলত্তি-মদ্রিচকে বিদায় জানালেন এমবাপ্পে

৪ দিন আগে
সব হারানোর মৌসুমে লিগের শেষ ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য ছিল বিদায় দেয়ার মঞ্চ। কোচ কার্লো আনচেলত্তির মাদ্রিদ অধ্যায়ের শেষ ম্যাচ ছিল এটিই। ক্লাবটির ইতিহাসের সফলতম কোচ হিসেবেই বিদায় নিলেন এই ইতালিয়ান কিংবদন্তি। লা লিগায় বিদায়ী ম্যাচ খেলে ফেললেন এক যুগের বেশি সময় মাঝমাঠ সামলানো কিংবদন্তি লুকা মদ্রিচও। একই দিনে মাদ্রিদের ক্লাবটি থেকে বিদায় নিয়েছেন লুকাস ভাসকেসও। ক্লাবটির সোনালী যুগের সেনানীদের বিদায়টা জয় দিয়েই হলো। একই সঙ্গে লিগের শেষ ম্যাচেও জোড়া গোল করে নতুন যুগ শুরুর ঘোষণা দিয়েই দিলেন কিলিয়ান এমবাপ্পেও।

শনিবার (২৪ মে) সান্তিয়াগো বের্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে লা লিগার মৌসুমের ইতি টানল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে রিয়ালের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে।


এই জয়ে ৩৮ ম্যাচে ২৬ জয় ও ৬ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সংগ্রহ ৮৫ পয়েন্ট। এক ম্যাচ হাতে রেখে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ। অর্থাৎ এই মৌসুমে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে লস ব্লাঙ্কোদের।


আরও পড়ুন: সান্তিয়াগো বের্নাব্যুতে আনচেলত্তি-মদ্রিচকে বিদায় জানলো রিয়াল


 

কিংবদন্তি কোচের বিদায়ের দিনে রিয়াল সমর্থকরা তার সম্মানে এই ব্যানার নিয়ে আসেন। ছবি: বিবিসি


ঘরের মাঠে এদিন ম্যাচের আবহে ছিল বিদায়ের সুর। রিয়াল সমর্থকরা ক্লাবের কিংবদন্তি মদ্রিচ ও কোচ আনচেলত্তির বিদায় জানাতে হাজির হয়েছিলেন। ক্লাবও কিংবদন্তিদের বিদায়ী আয়োজন করতে কার্পণ্য করেনি।


মাঠের খেলায় রিয়ালের সহজ জয়ের নায়ক হয়েছেন এমবাপ্পে। দুই অর্ধে ২ গোল এবারের লিগ মৌসুমের ইতি টানলেন। ৩৪ ম্যাচে ৩১ গোল নিয়ে প্রথম মৌসুমেই লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি পুরস্কার এক প্রকার নিশ্চিত করে ফেলেছেন। দ্বিতীয় স্থানে থাকা রবার্ট লেভানদোভস্কি ৩৩ ম্যাচে করেছেন ২৫ গোল। পিচিচির পাশাপাশি এই মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ও নিশ্চিত করেছেন এমবাপ্পে। 

]]>
সম্পূর্ণ পড়ুন