শনিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে টঙ্গী ইজতেমা ময়দানে একদল তাবলিগ অনুসারী অবস্থান ধর্মঘট শুরু করেন। তাদের দাবি, নির্ধারিত সময়ে পাঁচ দিনের জোড় ইজতেমা আয়োজনের অনুমতি প্রদান করতে হবে ও ভারতীয় তাবলিগ মারকাজের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভী যেন এতে অংশগ্রহণ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
টঙ্গীর ইজতেমা মাঠে প্রতি বছর বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের উপস্থিতিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। এর আগে জোড় ইজতেমা আয়োজন নিয়ে মতবিরোধের কারণে তাবলিগ জামাতের দুটি পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এই বিভেদ মাওলানা সাদ কান্ধলভীর মতাদর্শ ও নেতৃত্বের প্রতি এক পক্ষের সমর্থন এবং অন্য পক্ষের বিরোধিতার কারণে আরও তীব্র হয়েছে।
অবস্থান ধর্মঘটে অংশগ্রহণকারীরা দাবি করেছেন বিশ্ব ইজতেমার পূর্বে প্রস্তুতি হিসেবে পাঁচ দিনের জোড় ইজতেমার অনুমতি দিতে হবে। মাওলানা সাদ কান্ধলভীর নেতৃত্বে যেন ইজতেমার কার্যক্রম পরিচালিত হতে পারে।
আরও পড়ুন: টাকা ছাড়াই অন্যকে সহায়তা করার ৭ উপায়
কোনো ধরনের বাধা ছাড়াই ইজতেমায় অংশগ্রহণের জন্য বিদেশি মেহমানদের ভিসা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইজতেমা ময়দানে ধর্মঘটে থাকা মানুষজন মাইকে নিয়মিত বক্তব্য দিচ্ছেন ও তাদের দাবি-দাওয়া তুলে ধরছেন। এ সময় সেখানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত রয়েছে।
গাজীপুরের প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
তাবলিগ জামাতের একাংশ মাওলানা সাদ কান্ধলভীর নেতৃত্বকে সমর্থন করে, অন্য অংশ তার বিরোধিতা করে আসছে। এর ফলে পূর্ববর্তী ইজতেমাগুলোতেও উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এর আগে, ইজতেমা মাঠে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের পাঁচ দিনের জোড় ইজতেমা ঠেকাতে গত বৃহস্পতিবার বেলা একটার দিকে স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শুরায়ে নেজামের অনুসারী মুসল্লিরা।
]]>