জেলের বৈঠার আঘাতে নদীতে ডুবল সৌখিন, মধুমতি পাড়ে স্বজনদের আহাজারি

২ সপ্তাহ আগে
ফরিদপুরে মধুমতি নদীতে মাছ ধরার সময় সৌখিন খান (৩৮) নামে এক জেলে অন্য আরেক জেলে জব্বার মোল্যার (৩৭) হাতে থাকা বৈঠার আঘাতে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ২টা পর্যন্ত নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়েও সৌখিনের সন্ধান পায়নি। এদিকে নদী পাড়ে চলছে স্বজনদের আহাজারি।

 

এর আগে বুধবার (২৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর জেলার মধুখালী ও বোয়ালমারী উপজেলা এবং মাগুরা জেলার মহম্মদপুর সীমান্তে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ মৎস্যজীবী সৌখিন খান মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা চরপাড়া গ্রামের ছাত্তার খানের ছেলে। সকাল থেকেই স্বজনরা ও এলাকাবাসী মধুমতি নদীর বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের মাঝিপাড়া ঘাটে আহাজারি করতে দেখা গেছে।

 

জানা গেছে, প্রতিদিনের মতো সোখিন খান ও ফরিদপুর জেলার নওপাড়া গ্রামের আহমদ শেখের ছেলে হুমায়ূন শেখ নৌকায় চায়না জাল নিয়ে বুধবার রাত ১০টার দিকে মাছ ধরতে বের হয়।

 

আরও পড়ুন: ৯ দিনের মাথায় বাতিল পাবনার ফরিদপুর বিএনপির কমিটি

 

একই সময়ে পাশেই মাছ ধরছিল মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের ছলেমান মোল্লার ছেলে জব্বার মোল্লা (৩৮), রবিউল মোল্লা (৩০) ও সানি শেখ।

 

ওইদিন রাত পৌনে ৩টার দিকে বোয়ালমারী ও মধুখালী উপজেলার সীমান্তবর্তী চন্ডিবিলা মাঝিপাড়া ঘাট এলাকা দিয়ে মৎস্যজীবী সৌখিন খান ও হুমায়ূন শেখ নৌকা নিয়ে ফিরছিলেন। এ সময়  মৎস্যজীবী জব্বার মোল্লা ও রবিউল মোল্লা সৌখিনদের বলে, আমাদের জালের উপর আসলি কেন? এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জব্বার মোল্লা সৌখিনের মাথায় বৈঠা দিয়ে আঘাত করলে নদীর পানিতে তলিয়ে যায় সৌখিন।

 

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ জেলেকে উদ্ধার করতে পারেনি। সকাল থেকেই নিখোঁজ সৌখিনের স্বজনরা ও এলাকাবাসী মধুমতি নদীর বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের মাঝিপাড়া ঘাটে এসে ভিড় জমায়।

 

প্রত্যক্ষদর্শী ও সৌখিনের সাথে থাকা অপর মৎস্যজীবী হুমায়ুন শেখ জানান, রবিউল ও জব্বারের পেতে রাখা কারেন্ট জালের উপর দিয়ে নৌকা চালানো হয়েছে দাবি করে জব্বার সৌখিনের মাথায় আঘাত করলে তিনি নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক তাকে পাওয়া না গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

 

আরও পড়ুন: ফরিদপুরে ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবল বোনও

 

উদ্ধার কাজে অংশ নেয়া ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি গনি আমিন বলেন, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি রাতে মাছ ধরার সময় এক মৎস্যজীবী অপর মৎস্যজীবীকে আঘাত করলে একজন পানিতে পড়ে নিখোঁজ হন। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত প্রথম পর্যায়ে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় মাঝখানে অভিযান স্থগিত করা হয়। পরে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এখনো নিখোঁজ ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন