২০০৭ সালে লিবিয়া থেকে নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে ৫ বছরের জেল দেয়া হয়। ২১ অক্টোবর থেকে প্যারিসের সান্তে কারাগারে থাকতে হবে সারকোজিকে।
সংবাদপত্রকে তিনি বলেছেন, তিনি ইতিমধ্যেই তার জিনিসপত্র গুছিয়ে নিয়েছেন এবং তার সাজা শুরু হওয়ার আগে তিনি শান্ত বোধ করছেন।
আরও পড়ুন:ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে ৫ বছরের কারাদণ্ড
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি জেলখানাকে ভয় পাচ্ছি না। আমি মাথা উঁচু করে থাকব, এমনকি সান্তের ফটকের সামনেও। তিনি কোনো বিশেষ সুযোগ-সুবিধাও চাইবেন না।’
সারকোজি লা ট্রিবিউন ডিমাঞ্চেকে বলেন, তিনি তার কারাবাসের সময় কোনো কিছু নিয়ে অভিযোগ করতে চান না বা করুণা চান না। বরং তিনি কারাগারে একটি বই লেখার পরিকল্পনা করছেন, সংবাদপত্রটি জানিয়েছে।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের নেতৃত্ব দেন সারকোজি। প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে লিবিয়া থেকে তার ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ করেন তার ঘনিষ্ঠ সহযোগীরা।
আরও পড়ুন:পুতিনের কাছে খামেনির বার্তা পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তা কর্মকর্তা
এই প্রচেষ্টা চালাতে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা হয় সারকোজিকে।
সূত্র: রয়টার্স
]]>
৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·