রোববার (২৯ জুন) দুপুর ২টার দিকে নোয়াখালী সদর উপজেলার উত্তর সোনাপুর এলাকার কারামতিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন জেলা পরিষদ কলোনি থেকে সাপটি উদ্ধার করেন ডব্লিউএসআরটিবিডি এর শিক্ষানবিশ সদস্য জুনায়েদ।
এ বিষয়ে ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (ডব্লিউএসআরটিবিডি) যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জানান, সাপটি বাংলাদেশে প্রাপ্ত সাধারণ জলঢোরা সাপ। লিউসিজম নামক জেনেটিক্যাল ডিজওর্ডারের কারণে এটি সাদা বর্ণ ধারণ করে।
আরও পড়ুন: সৈকতে ভেসে এলো বিষধর ‘ইয়েলো বেলিড’ সাপ
লিউসিজম এমন এক জেনেটিক সমস্যা যার কারণে প্রাণী দেহে রঞ্জক উপাদানগুলোর ঘাটতি দেখা যায়৷ ফলে সেই প্রাণীটি সাদা বা গোলাপি রঙের হয়ে যায়। এক্ষেত্রে চোখের রঙের কোনো পরিবর্তন হয় না। সাপটি লিউসিস্টিক জলঢোরা সাপ।
তিনি বলেন, বাংলাদেশ এটা খুব সম্ভবত তৃতীয় জীবিত উদ্ধারের রেকর্ড। ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম গবেষণার জন্য সাপটি তাদের সংরক্ষণে রেখেছে।