জেলা কোচদের জন্য বিশেষ কোর্স পরিচালনা করলেন বিসিবির কোচরা

৪ সপ্তাহ আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র স্পেশালিস্ট কোচরা জেলা কোচদের জন্য একটি রিফ্রেসার কোর্স পরিচালনা করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) পাবনায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলা কোচদের জন্য এই কোর্স পরিচালনা করেছেন তারা।

আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক উদ্যোগ নিচ্ছেন। তা ছাড়া বিপিএলকে বদলে দিতে সোমবার (১৪ জুলাই) তামিম-মুশফিকদের পরামর্শ নিয়েছে বোর্ড। আজ বিসিবিতে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বোর্ডের কর্তারা। 

 

আরও পড়ুন: টিম আমার বাপ-দাদার সম্পত্তি না: সালাউদ্দিন

 

ক্রিকেট উন্নয়নের জন্য জেলা পর্যায়েও বিভিন্ন কাজ শুরু করেছেন বোর্ড সভাপতি। তারই ধারাবাহিকতায় আজ পাবনায় জেলা কোচদের জন্য একটি রিফ্রেসার কোর্স পরিচালনা করেছেন বিসিবির সিনিয়র কোচরা। যেখানে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড়েরাও। 

 

আরও পড়ুন: ৪০০ উইকেটের মাইলফলক ছোঁয়া টেস্টে কেনো অস্বস্তিতে ছিলেন স্টার্ক?

 

বিসিবির যেসব কোচরা কোর্স পরিচালনা করেছেন তারা হলেন- সোহেল ইসলাম, দীপু রায় চৌধুরী, তুষার ইমরান, তালহা জুবায়ের, গোলাম ফারুক চৌধুরী সুরু, মেহরাব হোসেন ওপি। 

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিসিবির এজ গ্রুপ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম স্বপন চৌধুরী এবং বিসিবি এজ গ্রুপ টুর্নামেন্ট কমিটির প্রধান কাজী হাবিবুল বাশার।

]]>
সম্পূর্ণ পড়ুন