জুলাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দর হবে কক্সবাজার: বেবিচক চেয়ারম্যান

২ সপ্তাহ আগে
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, জুলাই মাসে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা হবে। এটা জাতি এবং যারা এ কাজ করেছেন তাদের সবার জন্য সম্মানের। কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের পর্যটন হাব। এটা যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে বিদেশি পর্যটক আসবে। এখানকার অর্থনীতি শক্তিশালী হবে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী তথ্য অধিকার শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

 

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘চট্টগ্রামে কার্গো হাব তৈরি হবে। যার জন্য দ্রুততার সঙ্গে কার্গো হাবের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন স্বল্প পরিসরে কার্গো অপারেশন হচ্ছে। তবে খুব শিগগিরই বৃহৎ পরিসরে কার্গো অপারেশন চালু করা হবে।’

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘তথ্য অধিকার আইন জনগণের কাছে তথ্য পৌঁছে দেয়ার সাংবিধানিক পথ সুগম করেছে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার অন্যতম হাতিয়ার। সরকারি কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে এবং সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য।’

 

আরও পড়ুন: কক্সবাজারে ছয় দিনে ভ্রমণ করেছে প্রায় ৭ লাখ পর্যটক

 

তিনি আরও বলেন, ‘তথ্য অধিকার চর্চা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়মিতভাবে নির্ধারিত ফরম ও আইনানুগ প্রক্রিয়ায় তথ্য প্রদান করে থাকে। এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন ও তার বাস্তব প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন এবং তা নিজেদের দাফতরি কার্যক্রমে প্রয়োগ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম হবেন।’

 

দিনব্যাপী কর্মশালায় কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে তথ্য অধিকার আইনের বিধি-বিধান নিয়ে বিশদ আলোচনা হয়।

 

আরও পড়ুন: কেন কক্সবাজার সমুদ্রে বাড়ছে মৃত্যুর মিছিল?


পরে বেবিচক চেয়ারম্যান কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন