রায়হান কালিরতবক গ্রামের নিজাম হাওলাদারের ছেলে।
গত বুধবার (১২ জুলাই) রাত ১টার দিকে বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজ নিজ আইডিতে সেই ভিডিও পোস্ট করে অগ্নিসংযোগের দায় শিকার করে বরগুনা জেলা ছাত্রলীগ।
আরও পড়ুন: জুলাই নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্রলীগকর্মী গ্রেফতার
এরপর দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজাকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় রায়হানকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় সরাসরি জড়িত ছিল ছাত্রলীগের সক্রিয় কর্মী রায়হান। তাকে আদালতে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া চলমান আছে।’

১২ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·