মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের রাজবাড়ি সড়কে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। এর কোনো বিকল্প আমরা গ্রহণ করব না। সরকার সনদের খসড়া প্রকাশ করলেও তা যথেষ্ট নয়। জুলাই সনদ কেবল সংস্কারের কথা বললে হবে না, এটি বাস্তবায়নের রূপরেখা এবং আইনি ভিত্তি থাকতে হবে।’
আরও পড়ুন: জুলাই সনদ /একতরফা কিছু চাপিয়ে দেয়া হলে মানবে না এনসিপি
তিনি বলেন, ‘আমরা আশা করি, ৫ আগস্টের আগেই অন্তর্বর্তীকালীন সরকার ও সব রাজনৈতিক দল জুলাই সনদ ও ঘোষণাপত্র জারি করবে। তাহলে আমরা সবাই মিলে কাঙ্ক্ষিত গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন করতে পারব।’
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, মো. মহসিন উদ্দিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সাবেক আহ্বায়ক নাবিল আল ওয়ালিদ।
]]>